ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩২৯

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ১৫ ডিসেম্বর ২০২২  

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নতুন কমিটি গঠিত হলো। আগের কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজিকে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষিত হয়েছে।

 

বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন ।

 

২০০৪ সালে সংগঠনটির প্রথম সম্মেলনে সভাপতি হন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। পরে ২০১৭ সালের সম্মেলনে এ দুই নেত্রীকেই পদে পুনর্বহাল করা। ১৮ বছর তাদের তত্ত্বাবধানে চলার পর নতুন নেতৃত্ব পেল সংগঠনটি।

 

তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিতে এখন পর্যন্ত সম্মেলন হলো তিনটি। ২০০৪ সালে প্রথম সম্মেলনের ১৩ বছর পর দ্বিতীয় সম্মেলন হয় ২০১৭ সালে।