ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১০৭৭

যুমনা টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার, বান্ধবী আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৬ ৯ মে ২০২৩  

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে কুদরত-ই খুদা হৃদয় নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৯ মে) দুপুরে বাড়িটির ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

হৃদয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের ওয়েবপোর্টালে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার এক বান্ধবীকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় বান্ধবীকে সে বাসা থেকে আটক করা হয়। 

 

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে যমুনা টিভির একজন সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি  জানান, এ ঘটনায় নিহতের বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর