ঢাকা, ১৬ অক্টোবর বুধবার, ২০২৪ || ১ কার্তিক ১৪৩১
good-food
৫৮

যে অভিযোগে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৫৮ ২৫ সেপ্টেম্বর ২০২৪  

শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে এই জরিমানা করা হয়।

 

এছাড়া, একই অভিযোগে মো. আবুল খায়েরকে ২৫ লাখ, এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, এবং মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ ছাড়া, আবুল কালাম মাতবরকে ১০ লাখ এবং লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মো. জাহেদ কামালকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর