ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪২২

যে কারণে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ১০ নভেম্বর ২০২০  

প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে এ কথা জানিয়েছেন তিনি।

 

নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন দেশটির ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের বর্তমান প্রধান ক্রিস্টোফার মিলার। এসপারকে বরখাস্তের পরপরই তাকে প্রতিরক্ষা সদরদফতরে প্রবেশ করতে দেখা গেছে।

 

গেল আগস্টে কাউন্টার টেররিজম সেন্টারের দায়িত্ব নেন মিলার। এর আগে এখনকার প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেন তিনি। ছিলেন স্পেশাল ফোর্সের সাবেক সেনা।

 

ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এসপার। এ নিয়ে এই পদে মোট ১৮ মাস দায়িত্ব পালন করলেন তিনি। এসময়ে পেন্টাগনের অর্জনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা।

 

তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন শীর্ষ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলসি।

 

এবারের নির্বাচনে জো বাইডেনের কাছে লজ্জাজনকভাবে হেরেছেন ট্রাম্প। তবে এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি তিনি। বরং আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন।

 

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। এর আগেই ক্ষমতা ছাড়তে হবে রিপাবলিকান নেতা ট্রাম্পকে।

 

সম্প্রতি প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েন ট্রাম্প ও এসপার। চলতি বছরের শুরুতে বর্ণবাদবিরোধী প্রতিবাদে সেনা মোতায়েন নিয়ে বিবাদে জড়ান তারা।

 

গেল জুনে মিনেসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর আন্দোলন গড়ে ওঠে। ওই সময় বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দেন ট্রাম্প।

 

তবে একে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন এসপার।  সেটি হোয়াইট হাউসকে অসন্তুষ্ট করে। ধারণা করা হয়েছিল, এই মতবিরোধের জেরে তাকে বরখাস্ত করা হতে পারে। ন্যাটোর প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গীর সঙ্গেও একমত ছিলেন না তিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর