ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৪ পৌষ ১৪৩১
good-food
১৮

যে কারণে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন প্রবীর মিত্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৩ ৬ জানুয়ারি ২০২৫  

ঢালিউডের শক্তিমান অভিনেতা প্রবীর মিত্রও চলে গেলেন। রোববার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

বেশ কিছু দিন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হলো।

 

অভিনয় জগতে আসার পর সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন প্রবীর মিত্র। সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছি। তখন মুসলমান হয়েছিলাম। সেটা প্রয়োজন ছিল। 

 

গুণি অভিনেতা বলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নেই। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। 

 

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেতা। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হন তিনি। ফলে স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন।

 

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। ছবিটি ১৯৭১ সালের ১ জানুয়ারি মুক্তি পায়। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেন 'রঙিন নবাব সিরাজউদ্দৌলা' সিনেমায়। যা তুমুল জনপ্রিয়তা পায়। 

 

পরবর্তী সময় নায়ক না হয়ে চরিত্রাভিনেতার দিকে মনোযোগী হয়ে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে— ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, 'রঙিন নবাব সিরাজউদ্দৌলা', ‘পুত্রবধূ’ ইত্যাদি। তিনি চার শতাধিক ছবিতে অভিনয় করেন।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর