ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৯৫৯

যে মন্ত্রণালয়গুলো থাকছে প্রধানমন্ত্রীর হাতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৭ ৭ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আজ সোমবার বিকালে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন । তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে থাকা শেখ হাসিনার অধীনে থাকছেন ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী  ও ৩ জন উপমন্ত্রী । 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর এ মন্ত্রিসভায় নিজে ছয় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার বিকেল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন ।

 

মন্ত্রিপরিষদ সচিবের ঘোষণা থেকে জানা গেছে - প্রধানমন্ত্রীর অধীনে থাকছে ৬ মন্ত্রণালয়।

সেগুলো হলো : মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।