ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫২৭

যে ২৪ বিদেশি চ্যানেল প্রচারে বাধা নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫২ ৫ অক্টোবর ২০২১  

ক্লিনফিড দেয়া বিদেশি ২৪টি চ্যানেল বাংলাদেশে প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

 

সেই ২৪ বিদেশি চ্যানেলের তালিকায় রয়েছে বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডব্লিউ, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফরইউ মিউজিক, এমটিভি, স্টার স্পোর্টস ১, ২, ৩ ও ৪, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র‌্যাংগ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান ও আল সুন্না।

 

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত। এখানে বিদেশি চ্যানেল চালাতে কোনো বাধা নেই। সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। কাউকে বন্ধ করতেও বলেনি। তাই ক্লিনফিড দেয়া ২৪টি বাইরের চ্যানেল নির্বিঘ্নে চালানো যাবে।

 

তিনি বলেন, ‘এ নিয়ে কোনো চিঠি ইস্যু করার দরকার হলে আমরা তা ক্যাবল অপারেটরদের কাছে পাঠাবো। তবু কেউ এগুলো না চালালে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে।’

 

এসময় তথ্যসচিব মো. মকবুল হোসেন, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী,  সহসভাপতি মোজাম্মেল বাবু, সদস্য ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর