ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭৮

যেকোনো ব্যথা সারবে চুম্বক থেরাপিতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৩ ২৪ সেপ্টেম্বর ২০২২  

গ্যাস, কাটাছেঁড়া, ঠাণ্ডা লাগা এমন ছোটখাটো অসুখের জন্য চোখ বন্ধ করে অনেকে হোমিওপ্যাথির ওপর ভরসা করেন। ইদানীং হাঁটুর ব্যথা ব্যাপক বেড়েছে। তা কমাতে অনেকে সেঁক, মলম, জেল ব্যবহার করছেন। এতে সাময়িক আরাম পেলেও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। বরং পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সেটা এড়াতে আয়ুর্বেদিক ওষুধের দ্বারস্থ হচ্ছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এই ধরনের ব্যথার ক্ষেত্রে দারুণ বিকল্প হতে পারে চুম্বক থেরাপি।

 

যেভাবে কাজ করে এই থেরাপি

চিকিৎসকদের মতে, মানবদেহে বিদ্যমান তড়িৎ ও চুম্বকীয় ক্ষেত্রে ভারসাম্য বিঘ্নিত হলে নানা রোগ শরীরে বাসা বাঁধে। বিশেষ এই চিকিৎসায় শরীরে অনেক চুম্বক স্থাপন করা হয়। সেগুলোর মাধ্যমে শরীরে থাকা চুম্বকীয় ক্ষেত্রের ভারসাম্য পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।

 

আকুপাংচার

এই চিকিৎসায় আরও উন্নত ফলাফল পেতে বিশেষজ্ঞরা অনেক সময় পরীক্ষামূলকভাবে চুম্বক ব্যবহার করেন।

 

স্থায়ী

স্থির চুম্বকীয় থেরাপিতে রিস্টলেট, বেল্ট, জুতো, তোষক, পা রাখার বিশেষ প্যাডের মধ্য দিয়ে দেহের বিভিন্ন অংশে চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে বহু জটিল রোগের চিকিৎসা করা হয়।

 

তড়িৎ চুম্বকীয় থেরাপি

এই চিকিৎসায় শরীরে উদ্দীপনা সৃষ্টি করতে, বাইরে থেকে চার্জ দিয়েও চুম্বক ব্যবহার করা হয়।

 

সুযোক থেরাপি

এই চিকিৎসা পদ্ধতিতে হাত ও পায়ের বিভিন্ন অংশে ছোট ছোট ট্যাবলেটের মতো চুম্বক ব্যবহার করা হয়। তবে চিকিৎসার ধরন ও সময় নির্ভর করে রোগের তীব্রতার ওপর। মানবদেহে সাতটি চক্রের ওপর এই চুম্বক থেরাপির বিশেষ প্রভাব রয়েছে।

 

যেসব রোগের ক্ষেত্রে চুম্বকীয় থেরাপি কাজ করে

সাইটিকা

ঘাড়ে ও কোমরে ব্যথা

আলস্য

ম্যাজমেজে ভাব

 

হাঁটুর ব্যথা

বাতের ব্যথা

অনিদ্রা

কোষ্ঠকাঠিন্য

 

তবে যারা ইনসুলিন নেন, যাদের শরীরে পেসমেকার বসানো রয়েছে এবং হবু মায়েরা ভুলেও চুম্বকীয় থেরাপি করাবেন না।