ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
১৭১৪

যেভাবে এলো বাংলা ১২ মাসের নাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪১ ১৪ এপ্রিল ২০২৪  

শুভ নববর্ষ-১৪৩১। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কীভাবে এলো বাংলা বছরের প্রতিটি মাসের নাম? কেন এই মাসের নাম রাখা হলো বৈশাখ? শস্য উৎপাদন ও খাজনা আদায়ের সমন্বয় সাধনের জন্য সম্রাট আকবর সৌরবর্ষের হিসাবে বাংলা সালের প্রবর্তন করেন। এটিই পরে ‘ফসলি সন’, অতঃপর ‘বাংলা সন’ বা বঙ্গাব্দ হিসেবে পরিচিতি পায়।

 

সম্রাট আকবরের নির্দেশে বাংলা সনের ওই ক্যালেন্ডার প্রস্তুত করেন তৎকালীন পণ্ডিত, জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজী। আর বাংলা মাসের এই নামগুলো তিনি ধার করেন জ্যোতির্বিজ্ঞানবিষয়ক প্রাচীন গ্রন্থ ‘সূর্যসিদ্ধান্ত’ থেকে। প্রায় ২৭টি নক্ষত্রের বাংলা নাম থেকে যাচাই-বাছাই করে রাখা হয়েছে নক্ষত্রগুলোর নাম। চলুন জেনে নিই, কোন কোন নক্ষত্র থেকে এসেছে বাংলা মাসের নামগুলো।

 

বৈশাখ : বিশাখা নক্ষত্রের নাম থেকে এসেছে বৈশাখ মাসের নাম।

জ্যৈষ্ঠ : জ্যেষ্ঠা নক্ষত্রের নাম থেকে এসেছে জ্যৈষ্ঠ মাসের নাম।

আষাঢ় : পূর্বাষাঢ়া নক্ষত্রের নাম থেকে এসেছে আষাঢ় মাসের নাম।

 

শ্রাবণ : শ্রবণা নক্ষত্রের নাম থেকে এসেছে শ্রাবণ মাসের নাম।

ভাদ্র : পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ দুটি নক্ষত্রের নাম থেকে এসেছে ভাদ্র মাসের নাম।

আশ্বিন : অশ্বিনী নক্ষত্রের নাম থেকে এসেছে আশ্বিন মাসের নাম।

 

কার্তিক : কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে এসেছে কার্তিক মাসের নাম।

অগ্রহায়ণ : মৃগশিরা নক্ষত্রের নাম থেকে এসেছে অগ্রহায়ণ মাসের নাম।

পৌষ : পুষ্যা নক্ষত্রের নাম থেকে এসেছে পৌষ মাসের নাম।

 

মাঘ : মঘা নক্ষত্রের নাম থেকে এসেছে মাঘ মাসের নাম।

ফাল্গুন : উত্তর ফল্গুনী ও পূর্ব ফল্গুনী দুটি নক্ষত্রের নাম থেকে নেওয়া হয়েছে ফাল্গুন মাসের নাম।

চৈত্র : চিত্রা নক্ষত্রের নাম থেকে এসেছে চৈত্র মাসের নাম।

ইতিহাসের পাতায় বিভাগের পাঠকপ্রিয় খবর