ঢাকা, ০৩ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১
good-food
৩০২

যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্রের অবস্থান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫১ ৫ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা চলছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। একজন ভোটার হিসেবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কোথায় এবং কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

 

কেন না সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক আপনি কীভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোথায়। গত নভেম্বরে নির্বাচন কমিশন ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য জানার সুবিধার্থে উদ্বোধন করে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি’ (smartelectionmanagement.bd) নামে একটি অ্যাপ।

 

এই অ্যাপটি অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। একবার ইনস্টল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য জানা যাবে।

 

এসব তথ্য ছাড়াও জানতে পারবেন বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, গুগল ম্যাপে আপনার কেন্দ্রের লোকেশনসহ বিভিন্ন তথ্য।