ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৩০৩

যেসব উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৮ ৯ এপ্রিল ২০২১  

করোনা আবার বাড়ছে। ফলে সংক্রমণের ভয় এখন তুঙ্গে। এই সময়ে নিজের এবং অন্যদের মধ্যে আতঙ্ক না বাড়িয়ে সাবধান হওয়া দরকার। 


কীভাবে হতে হবে সতর্ক? মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা অবশ্যই জরুরি। 


তবে আরও একটি দিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে। কোনও সঙ্কেত পেলেই করোনা পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। কী ধরনের অসুবিধা থাকলে ভাবতেই হবে পরীক্ষা করার কথা?


#দু'দিনের বেশি যদি জ্বর জ্বর ভাব থাকে, তবে গাফিলতি না করাই ভালো।


#সারাদিন কাশি যদি এমন হয় যে গলার স্বর বদলে যাচ্ছে, তবে তা চিন্তার।


# অন্য সময়ের তুলনায় বেশি ক্লান্ত লাগছে দিনভর, তা-ও স্বাভাবিক নয়।


এমন সব লক্ষণ দেখলে সতর্ক হওয়াই শ্রেয়। উপসর্গ থাকলে তাতে গুরুত্ব না দিলে বিপদ বাড়তে পারে। সমস্যায় পড়বেন অন্যরাও। একবার পরীক্ষা করিয়ে নিলে ক্ষতি কী?
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর