ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
২৪১

যেসব গাছ লাগালে ঘরে ঢুকবে না মশা-মাছি-পিঁপড়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৮ ২৫ জুলাই ২০২৪  

চলছে বর্ষাকাল। এসময়ে বাড়ে মশা, মাছি, পিঁপড়া, সাপ-বিছের উপদ্রব। কিন্তু এমন কিছু গাছ আছে যেগুলো বাড়ির আশপাশে লাগালে সেসব পোকামাকড় বাড়ির ত্রিসীমানায়ও আসবে না, ঘরেও ঢুকবে না।

 

নিম গাছ : নিম গাছের ধর্মীয় গুরুত্ব ছাড়াও আয়ুর্বেদিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনি এর সামাজিক গুরুত্ব রয়েছে। নিম গাছ বর্ষাকালে ঘর থেকে পোকামাকড় তাড়াতে সাহায্য করে। এই গাছ শুধু তার ঔষধি গুণের জন্যই পরিচিত নয়, এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে অনেক বেশি কার্যকর। এর তিক্ত গন্ধ এসব প্রাণীকে ঘরে আসতে দেয় না।

 

তুলসী গাছ : তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। এর তীক্ষ্ণ গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীদের পছন্দ নয়। তাই এগুলো তুলসী থেকে দূরে থাকে। তাই বাড়িকে পোকামাকড়, সাপ ও বিছে থেকে দূরে রাখতে চাইলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে। এগুলো বাড়ির চারপাশে বা এমনকি ব্যালকনিতেও লাগানো যেতে পারে।

 

পুদিনা গাছ : পুদিনা গাছও পোকামাকড়ের শত্রু। পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর। খুব সহজেই পুদিনা গাছ একটি পাত্রে বা জানালার আশপাশে কোনো টবে লাগানো যায়।

 

সিট্রোনেলা গাছ : যদি বর্ষাকালে পোকামাকড় বা ডেঙ্গু মশা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই ঘরে সিট্রোনেলা গাছ লাগানো উচিত। এটি বাড়িতে লাগালে খুব সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন। গাছটি লাগালে বর্ষার পোকামাকড় থেকেও দূরে থাকা যায়। এটি বাড়ির বাগানেও লাগানো যেতে পারে।

 

লেমনগ্রাস : বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। যদিও এই উদ্ভিদের গন্ধ খুবই সুন্দর তবে মশা এটি মোটেই পছন্দ করে না।