ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৬

রপ্তানি কমেছে ৫ শতাংশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৩ ৬ ফেব্রুয়ারি ২০২১  

জানুয়ারিতে রপ্তানি কমেছে ১৮ কোটি ডলারের যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫৩৪ কোটি টাকা। এছাড়া চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি কমেছে প্রায় ২৫ কোটি ডলারের।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের (জুলাই-জানুয়ারি) সাত মাস শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২৬৭ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ০৯ শতাংশ কম। লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৪৪ শতাংশ কম।


ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই-অক্টোবরে) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৩৪৭ কোটি ডলার। বিপরীতে আয় হয়েছে ২ হাজার ২৬৭ কোটি ডলার। অর্থাৎ প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ৩ দশমিক ৪৪ শতাংশ। 


একইসঙ্গে অর্জিত রপ্তানি আয় আগের বছরের একই সময়ে চেয়ে ১ দশমিক ০৯ শতাংশ কমেছে। আগের বছরের একই সময় রপ্তানি আয় হয়েছিল ২ হাজার ২৯১ কোটি ৯৫ লাখ ডলার।


দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। করোনার কারণে গত বছরের মার্চ থেকে এ খাতের রপ্তানি কমতে শুরু করে; এপ্রিলে পোশাক রপ্তানিতে ভয়াবহ ধস নামে। মে মাসেও তা অব্যাহত থাকে। 


তবে জুন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জুলাই, আগস্টের মতো সেপ্টেম্বরেও ব্যাহত ছিল। অক্টোবরের শেষে এ খাতের আয়ে হোঁচট খায়। এরপর থেকে ঋণাত্মক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।


ইপিবির তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে এক হাজার ৮৪০ কোটি ৭৭ লাখ ডলার। 


যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫ শতাংশ এবং আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪৪ শতাংশ কম। আগের অর্থবছরের একই সময়ে এ খাতের আয়ের অংক ছিল এক হাজার ৯০৬ কোটি ৩২ লাখ ডলার।


মহামারীর সংকটের মধ্যেও পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৭ শতাংশ। জুলাই-জানুয়ারি সাত মাসে ৭৬ কোটি ৫৬ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ৫৭ শতাংশ বেশি।


আলোচিত সময়ে কৃষিপণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬১ কোটি ডলার; এর বিপরীতে আয় হয়েছে ৫৯ কোটি ডলার। 

যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৪৬ শতাংশ কম। এছাড়া গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২ শতাংশ। গত বছরের একই সময়ে এ খাতে রপ্তানি আয় হয়েছিল ৬০ কোটি ডলার।


সুখবর নেই রপ্তানির অন্যতম অংশীদার চামড়া ও চামড়াজাত পণ্যে। আলোচিত সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৫২ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৫ দশমিক ৭৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ খাতে রপ্তানি আয় হয়েছিল ৫৫ কোটি ডলার।


এদিকে করোনা পরিস্থিতির কারণে গত অর্থবছরে (২০১৯-২০) লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ২৫ দশমিক ২৮ শতাংশ কম হয়। প্রবৃদ্ধি কমে ১৪ দশমিক ৮০ শতাংশ। 

এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে (২০২০-২১) রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ বিলিয়ন ডলার কম।