ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫০

রবি চৌধুরী করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৬ ২৯ জুলাই ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। কয়েকদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। অবশেষে পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়। 
এর ফল পজিটিভ এসেছে। এখন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন রবি।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি লেখেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার ‘জাতীয় বেয়াদব’ গান। কণ্ঠ দেয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন তিনি নিজেই। গানটি ইতোমধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর