ঢাকা, ০৩ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ চৈত্র ১৪৩১
good-food
৪৫

রাকসু গঠনতন্ত্র বিষয়ক কিছু পরামর্শ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:২৯ ৩০ মার্চ ২০২৫  

গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ তৈরিতে ছাত্র সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ প্রায় ৩৫ বছর পর এই নির্বাচনের উদ্যোগ নেয়ার জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য। (রাকসু রাজনৈতিক সংগঠন নয়। কোকারিকুলা বা শিক্ষা সহায়ক কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেয়।)

 

ছাত্রত্ব ও চাকরি সূত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪৩ বছর যুক্ত থাকা এবং দুই দফা রাকসু নির্বাচন পরিচালনা উপ-কমিটির একজন সদস্য হিসেবে রাকসু প্রস্তাবিত গঠনতন্ত্রের যে দিকটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে তা নিম্নরূপ-

 

মেয়াদঃ

রাকসু এবং হল সংসদের প্রস্তাবিত গঠনতন্ত্রে (রাবি ওয়েবসাইটে প্রচারিত) ছাত্র সংসদের মেয়াদকাল দেখতে পেলাম না। এটি প্রতিবছর হওয়ার কথা। অতীতে দেখা গেছে প্রতিবছর নির্বাচন হলে সংসদ গতিশীল হয়। শিক্ষা সহায়ক কর্মকাণ্ডে মতিহার মুখর থাকে। নতুন নতুন নেতৃত্ব বিকশিত হয় এবং গণতন্ত্র চর্চার পরিবেশ ও পরমতসহিষ্ণুতার অনুশীলনে পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। হানাহানি কম হয়। নির্বাচিত নেতৃত্বকে মেনে নেয়ার মানসিক প্রস্তুতি থাকে।

 

রাজনৈতিক কারণে নিয়মিত নির্বাচন না হওয়ায় অতীতে নানান জটিলতা হয়েছে। পেশীশক্তির আবির্ভাব দেখা গেছে। আবার ছয় বছর ধরে ভাঙ্গা রাকসুর পদ দখল করে রাখতেও কাউকে কাউকে দেখেছি।

 

প্রস্তাবঃ

১.

রাকসু ও হল সংসদের মেয়াদ হবে এক বছর (১লা জুলাই থেকে ৩০ জুন)। প্রতি বছর ১লা জুলাই নির্বাচিত সংসদ দায়িত্ব গ্রহণ করবে। ৩০ জুন রাত ১২টায় আপনা আপনি সংসদ বাতিল হয়ে যাবে। পরবর্তী বছরের সংসদের ওপর দায়িত্ব অর্পিত হবে।

 

সংসদের নির্বাচন হবে ডিসেম্বর মাসে যাঁরা ছয় মাস পর দায়িত্ব গ্রহণ করবেন। ছয় মাস ধরে তাঁরা কর্মপরিকল্পনা প্রণয়ন করার সুযোগ পাবেন।

 

এ বছর মে মাসে ২০২৫-২৬ এবং ডিসেম্বরে ২০২৬-২৭ এর নির্বাচন করা যেতে পারে।

আর্ন্তজাতিক রোটারি ক্লাবের গঠনতন্ত্রের আলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের নির্বাচন গত ৩০ বছর ধরে জটিলতা ছাড়া এভাবে হয়ে আসছে। তাঁদের গঠনতন্ত্র দেখা যেতে পারে।

 

ধন্যবাদ

সফি উদ্দিন আহমদ

সভাপতি, সুশাসনের জন্য নাগরিক

রাজশাহী বিভাগ ও সদস্য জাতীয় কার্যনির্বাহী কমিটি

সাবেক ডেপুটি গভর্নর, রোটারি ইন্টারন্যাশনাল

(গত ২৮/৩/২৫ রাত ১২টায় পরামর্শ প্রস্তাবের শেষ সময়ে রাবি ট্রেজারার মহোদয়কে ইমেইলে প্রেরিত)