ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৬৭

রাঙামাটির গহীন অরণ্যে গোলাগুলি, নিহত ৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১০ ১৮ নভেম্বর ২০১৯  

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ‘গোলাগুলিতে’ সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্তত তিন সদস্য নিহত হয়েছেন। জানিয়েছে আইনশৃংখলা রক্ষা বাহিনী।
সোমবার সন্ধ্যায় উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায়  গহীন অরণ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটে। 
তবে তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম জানাতে পারেননি পুলিশ কর্মকর্তরো। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বক্তব্যও জানা যায়নি।   
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। তিনটি লাশই জনসংহতি সমিতির সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।  
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় দুর্গম বালুমুড়ার মারমা পাড়ায় আঞ্চলিক দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্র এলাকার উদ্দেশে ফোর্স নিয়ে রওনা হয়েছি। 
এদিকে কোন কোন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় একটি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের মধ্যে কোন্দলে এই ঘটনা ঘটেছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।


 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর