ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
১৩১৮

রাঙ্গা বিরোধী দলের চিফ হুইপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৫ ৫ জানুয়ারি ২০১৯  

মশিউর রহমান রাঙ্গা

মশিউর রহমান রাঙ্গা

 জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার অনুরোধ জানিয়েছে স্পিকারকে চিঠি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

চিঠিতে এরশাদ বলেছেন- একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি।

পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলীয় নেতা, পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করবেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ মনোনীত করতে স্পিকারকে চিঠি দিয়েছেন পার্টির চেয়ারম্যান।