ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৫৬৯

রাজধানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৫ ২০ নভেম্বর ২০১৯  

টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীস বর্ধন বিষয়টি নিশ্চিত করেন।

মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকাল সোয়া ৫টায় ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। তা নিয়ন্ত্রণে কাজ করে।

তবে অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি শাহাদাত। এমনকি কোথা থেকে এর সূত্রপাত ঘটেছে, সেই তথ্যও দিতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে রাজধানী সুপার মার্কেটের পশ্চিম পাশের নিচতলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। ধোঁয়ায় পুরো টিকাটুলি এলাকা ছেয়ে যায়।

আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। তাদের ভাষ্য, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পুরোপুরি না নিভলেও তা আর ছড়িয়ে যাবে না।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর