ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৯

রাজধানীর আশপাশের সাত জেলা কঠোর লকডাউন: সব অফিস বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫১ ২১ জুন ২০২১  

করোনা বাড়ায় মঙ্গলবার (২২ জুন) ভোর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে সাত জেলার যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া একই সাথে জরুরি সেবা ছাড়া সাত জেলার সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, করোনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জের যোগাযোগ এবং জরুরি সেবা ছাড়া সাত জেলার সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।


কেবিনেট সচিব জানান, এ সময় শুধুমাত্র আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন-কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ-পানি-গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাকগুলো 
 নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর