ঢাকা, ২৩ ফেব্রুয়ারি রোববার, ২০২৫ || ১০ ফাল্গুন ১৪৩১
good-food

রাজধানীসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১২ ২৩ ফেব্রুয়ারি ২০২৫  

রাজধানী ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, মাদারিপুর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুর থেকে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যায় ঢাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে।