ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৫

রাণী দ্বিতীয় এলিজাবেথ আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৭ ৯ সেপ্টেম্বর ২০২২  

ব্রিটেনের রাণি দ্বিতীয় এলিজাবেথ বালমোরাল ক্যাসেলে মারা গেছেন। বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাতে ৯৬ বছর বয়সে মারা যান তিনি। তার প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। বাকিংহাম প্যালেস এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানায়।

 

এলিজাবেথ গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ফলে ভালোভাবে হাঁটাচলা করতে পারছিলেন না। গত বুধবার বিশ্রামের কথা বলে সিনিয়র রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করেন।আগের দিন স্কটিশ হাইল্যান্ডস রিট্রিট, বালমোরালে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় এবং তার উত্তরসূরি লিজ ট্রাসের নিয়োগের অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। 

 

বিবৃতিতে বলা হয়, এদিন সকালে স্থানীয় সময় রাণির স্বাস্থের অবস্থা পর্যালোচনা করা হয়। পর তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সঙ্গে তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেয়া হয়।

 

রাণির মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী লিস ট্রাস এক টুইটে বলেন, বাকিংহাম প্যালেসের সংবাদে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর