ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮০

রাত ৮টার ম‌ধ্যে দোকানপাট বন্ধের সুপারিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০১ ৪ জানুয়ারি ২০২২  

স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী জা‌হিদ মা‌লেক জানিয়েছে, সংক্রমণ যা‌তে বে‌শি ক‌রে ছ‌ড়ি‌য়ে পড়‌তে না পা‌রে, সেজন্য দোকানপাট এবং সুপার মা‌র্কেট রাত দশটার পরিবর্তে ৮টার ম‌ধ্যে বন্ধের সুপারিশ করেছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রী এ কথা বলেন ।

স্বাস্থ্যমন্ত্রী এসময় সবাইকে নিয়‌মিত মাস্ক পরার পাশাপা‌শি স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলার আহ্বানও জানান মন্ত্রী। বি‌শেষ প্রয়োজন ছাড়া জনসমাগম এ‌ড়ি‌য়ে চলার আহবান জানান।


তিনি বলেন, এখনই লকডাউনের বিষয়ে ভাবছি না। ওমিক্রন মোকাবিলায় আমরা কিছু বিষয় সুপারিশ করেছি। সেগুলো হলো, মাস্ক ছাড়া কেউ যানবাহনে চলাচল করলে জরিমানা করা হবে, যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের প্রস্তাব দেওয়া হয়েছে, মাস্ক পরে রেস্টুরেন্ট ও হোটেলে খেতে যেতে হবে, দোকানের সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু থাকবে। তবে সংক্রমণ বাড়লে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর