ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬৫

রাতে ভুলেও যেসব খাবার খাবেন না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৭ ১০ মে ২০২১  

রাতে খাওয়া-দাওয়াতে কিছু নিয়ম না মেনে চললে হজমের সমস্যা হয়। এসব থেকেই পেটের সমস্যা, গ্যাস সমস্যা লেগেই থাকে। তাই ভালো থাকতে মেনে চলুন কিছু নিয়ম-


পিৎজা
পিৎজা টাইপের ফাস্টফুড খাবার দেখলে লোভ সামলাতে পারেন না? কিন্তু আপনি কি জানেন রাতের বেলা এটি খাওয়া মোটেই ঠিক নয়। কারণ, পিৎজাতে থাকা প্রচুর পরিমাণে ক্যালোরি আর ট্র্যান্স ফ্যাট সহজে হজমই হতে চায় না। এতে হজমে ঝামেলা হয়। তাই ঠিক ঘুমাতে যাওয়ার আগে তা খাবেন না। আর যদি খেতেই চান, তাহলে অন্তত ঘুমাতে যাওয়ার বেশ খানিকক্ষণ আগে খান।


দুধ
রাতে দুধ খেলে ভালো ঘুম হয়। আর এক গ্লাস গরম দুধ খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু গরমে এড়িয়ে চলুন দুধ। কারণ এতে থাকা ল্যাক্টোজ আপনার রাতের খাওয়া হজমে সমস্যা করতে পারে। এর ফলে হজমেও সমস্যা হতে পারে।


ভাজাভুজি
পুরি, পেঁয়াজু, বেগুনি দিয়ে সন্ধ্যায় নাস্তা সারেন? কিন্তু এসব শরীরের জন্য ভালো নয়। কারণ এতে ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। যা পেটে শ্লেষ্মা তৈরি করে। আর এখান থেকেও নানা সমস্যা আসে। আমাশয় ক্রনিক হয়ে যায়।