ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৮৪৭

রামমন্দির নির্মাণের দিন ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৬ ৩০ জানুয়ারি ২০১৯  

অযোধ্যায় ‘অবিতর্কিত জমির ৬৭ একর ফিরিয়ে দিতে গেল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর একদিন পরই রামমন্দির নির্মাণের দিন ঘোষণা করল ধর্ম সংসদ। বুধবার প্রয়াগরাজে নিজেদের মধ্যে আলোচনায় বসে সংসদ। সেখানে জানিয়ে দেয়া হলো ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মন্দির নির্মাণের কাজ।

ধর্ম সংসদ জানিয়েছে, সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে। তবে মন্দির নির্মাণে আর দেরি করা যাবে না। সময় এসে গিয়েছে অযোধ্যায় রামমন্দির নির্মাণের।আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তারপর হবে মন্দির নির্মাণ। ভিত্তি প্রস্তরের জন্য চারটি পাথর নিয়ে যাওয়া হবে অযোধ্যায়। চারজন ব্যক্তি এই পাথর বহন করবে। যাতে ১৪৪ ধারার লঙ্ঘন না হয়। ২১ ফেব্রুয়ারি হবে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর।

লোকসভা মহারণের আগে হিন্দু সংগঠনগুলোর মুখে রামমন্দির নির্মাণের রব। আরএসএস ও বিজেপি নেতাদের একাংশ তাতে গলা মিলিয়েছে। এদিকে রামমন্দির ইস্যু এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। ফলে ঘরে বাইরে প্রবল চাপ থাকা স্বত্ত্বেও সরকারের হাত পা বাধা।

এই অবস্থায় রামমন্দির মামলায় নতুন মোড় এনে দিল কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্ত। গতকাল কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে বলেছে, অবিতর্কিত ৬৭ একর জমি মূল মালিকদের ফিরিয়ে দেয়া হোক। সুপ্রিম কোর্ট যদি এই দাবি মেনে নেয়, তার অর্থ অবিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের কাজ শুরু করে দেয়া যাবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দারুণ খুশি সাধুরা। তাই আর দেরি না করে ধর্ম সংসদে রামমন্দির নির্মাণের দিন ঘোষণা করা হল।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর