ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪০

রাশিয়ার হুঁশিয়ারি: তেলের ব্যারেল ৩০০ ডলার ছাড়াবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৭ ৮ মার্চ ২০২২  

রুশ তেলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। এমন সিদ্ধান্ত সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভক।
 পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, যদি তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে যাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের শাস্তি হিসেবে দেশটির তেলের উপরে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন হুমকির প্রেক্ষিতে রাশিয়া পাল্টা হুমকি দিলো। 

তিনি বলেন, "এটি সম্পূর্ণ পরিষ্কার যে, রাশিয়া থেকে তেল আমদানিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বাজারের জন্য তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি কত হবে তা অনিশ্চিত তবে সেটি ৩০০ ডলার অথবা তার চেয়ে বেশি হতে পারে।"


ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস আর ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। এই সরবরাহ বন্ধ হলে খুব সহজ কোন বিকল্পও নেই।