ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪৬৮

রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীণলাইনকে নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩০ ১ অক্টোবর ২০২০  

পা হারানো রাসেলকে ৩ মাসের মধ্যে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীনলাইনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

২০১৮ সালের ৪ঠা এপ্রিল ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান ২৬ বছরের রাসেল সরকার। বাসচালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়।  

রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের অর্থ হিসেবে ৪০ লাখ টাকা নির্ধারণ করে হাইকোর্ট। গ্রীনলাইন কর্তৃপক্ষের দাবি, রাসেলের চিকিৎসার জন্য সাড়ে ৩ লাখ টাকা ও দুই কিস্তিতে ১০ লাখ টাকা রাসেলকে দেয়া হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর