ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৫৪৫

রাস্তায় বিক্রি হচ্ছে বস্তা বস্তা টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০২ ৮ সেপ্টেম্বর ২০২৩  

এক অদ্ভুত টাকার বাজার। যেখানে তরকারির ঝুড়ির উপর রেখে বিক্রি হচ্ছে বস্তা বস্তা টাকা! ডলার-ইউরো ফেলে যা আবার কিনেও নিচ্ছেন অনেকে। এই বাজারে নেই তেমন কোনও নিরাপত্তা ব্যবস্থা। তার পরও চোর-ডাকাতদের নজর পড়ে না।

 

শুনতে অবাক লাগলেও এই রকম বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। সেখানে কোনও নকল বা জাল টাকা বিক্রি হয়, এমনটা নয়। দেশের করুণ অর্থনৈতিক দশার জন্যেই আসল টাকা বস্তা করে বিক্রি করে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা।

 

উল্লেখ্য, সোমালিল্যান্ডের টাকাকে বলা হয় শিলিং। গত কয়েক বছরে মার্কিন ডলারের তুলনায় যার মূল্য হু হু করে পড়ে গিয়েছে। ২০০০ সালে এক মার্কিন ডলারের দাম গিয়ে দাঁড়ায় ১০ হাজার শিলিং। ২০১৭-য় এই পরিমাণ সামান্য কমে দাঁড়ায় নয় হাজার শিলিং। ইউরোর দাম অবশ্য আরও কিছুটা বেশি।


টাকার দামের অস্বাভাবিক পতনের জেরে আফ্রিকার এই দেশটিতে বর্তমানে শিলিংয়ের কোনও গুরুত্ব নেই। বিশেষজ্ঞদের দাবি, সোমালিল্যান্ডের বাজারে টাকার আলাদা করে কোনও নিরাপত্তাও নেই। সেই কারণেই খোলা বাজারে বস্তা বস্তা টাকা বিক্রি হচ্ছে। সামান্য কিছু ডলার বা ইউরো খরচ করলেই বস্তা ভর্তি সেই টাকা বাড়িতে নিয়ে আসা যাচ্ছে।
 

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর