ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৫৪১

রায়হান হত্যা: সীমান্ত থেকে এসআই আকবর গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৯ ৯ নভেম্বর ২০২০  

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

এর আগে মঙ্গলবার পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় পিবিআই সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

 

পিবিআই সিলেটের পুলিশ সুপার খুলেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায়হান হত্যা মামলায় আগের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত। তাই মামলার তদন্তের স্বার্থে আওলাদ হোসেনকে  দায়িত্ব দেয়া হয়েছে। মুহিদুল ইসলাম সুস্থ হওয়ার পর পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

আলোচিত এ হত্যা মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদ রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। রিমান্ডে রয়েছেন এএসআই আশেক ই এলাহী। আর নিহত রায়হানকে ছিনতাকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমান। এছাড়া পিবিআই’র কাছে রিমান্ডে রয়েছেন এএসআই আশেক এলাহি।

 

গত ১১ অক্টোবর রাত ৩টার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর