ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১২

রিজার্ভ চুরির ঘটনায় এ মাসেই মামলা : অর্থমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১২ ২০ জানুয়ারি ২০১৯  

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় চলতি মাসেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মামলা করা হবে।

এ তথ্য জানিয়ে  অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, আমরা মামলা করার  প্রস্তুতি নিয়েছি। এ মাসেই মামলা হবে।

রোববার সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মামলা দেখভালের জন্য বাংলাদেশের একজন আইনজীবী রয়েছেন। তেমনি আমেরিকায়ও একজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে সময় নির্ধারণ করে এ মামলা দায়ের করবেন। তবে কার বিরুদ্ধে মামলা করা হবে এখনও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

অর্থমন্ত্রী বলেন, কতজনকে আসামি করা হবে, কতজন বাদী এগুলো দুদেশের আইনজীবীরা বসে ঠিক করবেন। আন্তর্জাতিক আদালতের আইন অনুযায়ী এ মামলাটি ৩ ফেব্রুয়ারির মধ্যে করার সময়সীমা নির্ধারিত আছে তা না হলে জটিলতা বাড়বে। আমি আশ্বস্ত করছি নির্ধারিত সময়ের ভেতরেই মামলা হবে।

তদন্ত রিপোর্ট জমা দিলেও তা প্রকাশ করা হয়নি। রিপোর্ট প্রকাশ করবেন কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রকাশ করার প্রয়োজন হলে প্রকাশ করব, প্রয়োজন না হলে করব না।