ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২২ পৌষ ১৪৩১
good-food
২৭৮

রিট খারিজ : নির্বাচনে প্রার্থী হতে পারছেন না জাহাঙ্গীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ৮ মে ২০২৩  

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট করেছিলেন জাহাঙ্গীর আলম, তা সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্টে।

শুনানির পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাজবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গত ৩০ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করের আপিল করেন জাহাঙ্গীর আলমের। গত ৪ মে ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব প্রার্থী জাহাঙ্গীরের আপিল আবেদন খারিজ করে দেন।

পরে আপিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রবিবার (৭ মে) হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর। সোমবার সে রিটটি শুনানির পর খারিজ হলো।
তবে জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি আপীল বিভাগে যাবেন।