ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০১

রেকর্ড ভোটে জিতে ফের বাংলার মসনদে মমতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪১ ৩ অক্টোবর ২০২১  

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করে দিল। এখন মুখ্যমন্ত্রী থাকতে তার আর বাধা নেই। পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তিনবার এ আসনে বিজয়ী হলেন বাংলার মেয়ে।

 

এতে কালিঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল সমর্থকরা। কর্মী-সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। যদিও করোনার কারণে বিজয়োল্লাস নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভবানীপুর উপনির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তার চেয়ে ৫৮ হাজার ৮৩২ ভোট বেশি পেয়েছেন তিনি।

 

২০১১ উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩ ভোট। এবার সেই ব্যবধান টপকে গেলেন তিনি। এছাড়া ২০১৬ সালের চেয়ে এ নির্বাচনে দ্বিগুণ ভোট পেয়েছেন তুখোড় এ রাজনীতিক। ফলে বাংলার মসনদ থাকলো বাংলার মেয়ের দখলেই।

 

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ফলাফল হলো রোববার (৩ অক্টোবর)। এতে শেষ হাসি হাসলেন মমতা। গত মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি মমতা। তবু ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এ শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হবে।

 

এর আগেই ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। নিজের পুরোনো কেন্দ্রে প্রার্থী হন মমতা। এতে জিততে না পারলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না তিনি। তবে এ আসনে জয়ের ব্যাপারে তীব্র আশাবাদী ছিলেন তৃণমূল নেত্রী। শেষ পর্যন্ত তাই দিনের আলো দেখল। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর