ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫ || ৯ মাঘ ১৪৩১
good-food
১২৩

রেলওয়ের ২৪টি বেসরকারি ট্রেনের লিজ বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১১ ১২ নভেম্বর ২০২৪  

বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। চুক্তির শর্ত না মানায় লিজ বাতিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। লিজ বাতিল হওয়ার ২৪ ট্রেনের তালিকা প্রকাশ করা হয়নি। সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি বাংলাদেশ রেলওয়ে।

 

সুত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় টেন্ডার জালিয়াতি করে ছাত্রলীগ নেতা রিপনের প্রতিষ্ঠান এস আর ট্রেডিং এসব ট্রেন দীর্ঘ মেয়াদী লীজ নেয়। ইতোমধ্যে টেন্ডারের চুক্তি ভঙ্গ করে ট্রেনের আয় বাবদ কয়েক কোটি টাকা বকেয়া রেখে পালিয়ে যায় রিপন। এ বিষয়ে পত্রপত্রিকায় লেখালেখি হলে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির চুক্তি বাতিল করেন। 

 

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান চুক্তি বাতিলের তথ্যটি মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেনের চুক্তি আজ থেকেই বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত আজই কার্যকর হচ্ছে।  

 

রেলওয়ে সূত্র জানায়, বাতিল হওয়া ২৪টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।