ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪৩

রোনালদোকে ‘মিশ্চিয়ানো পেনালদো’ বলার কারণ জানা গেলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৯ ১০ জুলাই ২০২৪  

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রাটা দীর্ঘ করতে পারেনি পর্তুগাল। ফ্রান্সের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘণ্টা বাজে রোনালদোদের। স্লোভেনিয়া ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন রোনালদো। তখন বিবিসি চ্যানেলে ভেসে ওঠে ‘মিশ্চিয়ানো পেনালদো’ যার বাংলা অর্থাৎ পেনাল্টি মিস করা রোনালদো। এমন লেখা দেখে সমালোচনার ঝড় ওঠে চারদিকে।

 

অবশেষে ‘মিশ্চিয়ানো পেনালদো’ লেখার কারণ ব্যাখ্যা করেছে বিবিসি। এক বিবৃতিতে তারা জানায়, ওই লেখাটি এমনিতেই চলে এসেছে। রোনালদোকে কটাক্ষ করতে তেমনটি লেখা হয়নি বলেও দাবি তাদের। 

 

বিবিসি লেখে, ‘ওই লেখাটি এমনিতেই চলে আসছে। এমন লেখা আমরা ম্যাচ ডেতে অনেক গ্রাফিক্সে দেখিয়ে থাকি। এটার মধ্য দিয়ে রোনালদোকে তেমন অপরাধী চিহ্নিত করা হয়নি। আমরা পুরো ম্যাচ জুড়ে রোনালদোকে সমর্থন করে তার পক্ষে কথা বলেছি।’

 

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ম্যাচের আগে হোসে ফন্তে রোনালদোর সততা নিয়ে আলোচনা করছিলেন। রোনালদোর মুভমেন্ট নিয়ে লিনেকার ও শেয়ারার দীর্ঘক্ষণ অ্যানালাইসিস চালিয়েছেন। টাইব্রেকারে প্রথম পেনাল্টি নেওয়ায় রোনালদোর সাহসেরও প্রশংসা করেছেন তারা। হ্যাঁ, এটা ঠিক যে কিছু মানুষ এটাতে (রোনালদোকে পেনালডো বলায়) কষ্ট পেয়েছে। আমরা এটি বিবেচনায় রাখছি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর