ঢাকা, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১
good-food
৫৫

রোববার থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৭ ৩০ আগস্ট ২০২৪  

টানা তিন মাস নিষেধাজ্ঞার পর বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। জেলেরা বনজীবীরা তাদের নৌকা কাঁকড়া ও মাছ ধরার জন্য আগামী রবিবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে যেতে পারবেন। একই সঙ্গে সুন্দরবনের গহীনে পর্যটকরাও ভ্রমণ করতে পারবেন। বন বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

জানা গেছে ,সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী ও রমজাননগর এলাকার চুনা, চুনকুড়ি, মালঞ্চ ও খোলপেটুয়া নদীর পাড়ে সবাই পুরোনো নৌকা, ছেঁড়া জাল মেরামত ও রঙ করার কাজে ব্যস্ত। তারা সবাই আনন্দিত। মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা মানুষগুলোর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাওয়ায় চারদিকে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে।

 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রায় ১০ হাজার জেলে পরিবার নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।
জেলেরা বলেছেন, নিষেধাজ্ঞা দিলে মাছ ধরা থেকে বিরত থাকি। তবে, সরকার থেকে যে সহায়তা দেওয়া হয় সেটি দিয়ে তাদের সংসার ঠিকমতো চলে না। একারণে অন্য কাজ করে উপার্জন করতে হয়।
 

তারা বলেন, তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ থেকে বিরত থাকায় সংসার অনেক কষ্টে চলেছে। কারণ মাছ-কাঁকড়া ধরা ছাড়া তারা অন্য কোনো কাজ করতে পারেন না।


বন বিভাগের তথ্য অনুযায়ী, ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গকিলোমিটার; যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১ দশমিক ১৫ শতাংশ। সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। জুন থেকে আগস্ট এই তিন মাস প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশির ভাগ মাছ ডিম ছাড়ে। এ কারণে গত ১ জুন থেকে তিন মাসের জন্য জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। আগামী রবিবার থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর