ঢাকা, ২৭ জানুয়ারি সোমবার, ২০২৫ || ১৪ মাঘ ১৪৩১
good-food
২৯

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত হবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ২৬ জানুয়ারি ২০২৫  

বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টির বিষয়টি যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিতের আওতা থেকে মুক্ত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


রোববার বিকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে এই অব্যাহতির বিষয়ে অবহিত করেন মার্কিন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য উন্নয়ন সংস্থা ইউএসএআইডি যে নিউট্রেশন ও রিসোর্সেস প্রোভাইড করতো তা অব্যাহত রাখবে। 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর ৯০ দিনের জন্য সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহায়তা স্থগিত করেন। কিন্তু রোহিঙ্গাদের জন্য ওই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না বলে জানানো হয়।

 

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেন ২০ জানুয়ারি। ওই দিনই যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিতের এক নির্বাহী আদেশ জারি করেন। এ আদেশের প্রভাব নিয়ে বাংলাদেশে মার্কিন অর্থায়নে পরিচালিত এনজিওসহ নানা প্রকল্পসংশ্লিষ্টরা  আশঙ্কায় আছেন।এরই মধ্যে সে প্রভাব পড়তে শুরু করেছে। চলমান প্রকল্পের অর্থছাড়েও সংশ্লিষ্ট মার্কিন সংস্থার কাছ থেকে স্থগিতাদেশের বার্তা পেয়েছে কিছু প্রতিষ্ঠান।

 

বাংলাদেশে চুক্তি, কাজের আদেশ, অনুদান, সমবায় চুক্তি বা অন্যান্য সহায়তা বা অধিগ্রহণ সরঞ্জামের অধীনে যেকোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর