ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৫৮৫

লকডাউন ঘোষণা করলো ভুটান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৯ ১৩ আগস্ট ২০২০  

করোনার প্রাদুর্ভাব শূন্যের কোটায় নামাতে এবার ভুটানে প্রথমবারের মতো দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। 

বিশ্বের মধ্যে যে অল্প কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ নেই বললেই চলে, সেগুলোর মধ্যে অন্যতম হিমালয়ের পাদদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার ছোট দেশ ভুটান। সেখানে এখন পর্যন্ত মাত্র ১১৩ জনের শরীরে মরণব্যাধী এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। যার মধ্যে আবার ৯৭ জনই সুস্থ হয়ে গেছেন। মারা যাননি কেউই। 
 সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে কুয়েতফেরত এক নারীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। দেশে ফিরে ওই নারী কোয়ারেন্টাইন শেষে কোভিড নেগেটিভ হন। সোমবার আবারও তিনি পজেটিভ বলে শনাক্ত হন।

 তিনি আরো অনেকের সংস্পর্শে গিয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাপক সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় সাড়ে সাত লাখ জনসংখ্যার দেশটিতে জনসাধারণ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সবাইকে ঘরে থাকতে এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া বের না হতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব স্কুল, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর