ঢাকা, ১৮ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২
good-food
২১৯

লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৩ ২৬ জুন ২০২১  

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে আগামী সোমবার থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা ছিল। তবে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। এতে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।


শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত করেন।


করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা নিয়ে এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সভা হয়। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার থেকে লকডাউন দেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে। বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর