ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৩১

লাকি সেভেনে ক্লার্ক-জয়াবর্ধনে-সাঙ্গাকারার পাশে মুমিনুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৯ ৬ ফেব্রুয়ারি ২০২১  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। এর মধ্যে ৭টিই সেঞ্চুরিই এই ভেন্যুতে করলেছেন তিনি।


সেই হিসাবে এক ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় এখন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার পাশে মুমিনুল।


এক ভেন্যুতে ৭টি করে সেঞ্চুরি রয়েছে বিশ্ব ক্রিকেটের তিন দেশের তিন সাবেক অধিনায়ক ক্লার্ক-জয়াবর্ধনে ও সাঙ্গাকারার।


অ্যাডিলেড ওভালে ১০ ম্যাচে ক্লার্ক, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই ২৩টি করে ম্যাচে জয়াবর্ধনে এবং সাঙ্গাকারা ৭টি সেঞ্চুরি করেন। চট্টগ্রামের এ ভেন্যুতে মুমিনুল খেলেছেন ১০টি ম্যাচ।


এক ভেন্যুতে সর্বোচ্চ সেঞ্চুরিতে সবার ওপরে আছেন জয়াবর্ধনে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২৭ ম্যাচে ১১টি সেঞ্চুরি রয়েছে তার।


এক ভেন্যুতে ৯টি করে সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্রাডম্যান এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জক ক্যালিসের। মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে ১১ ম্যাচে ব্রাডম্যান, আর কেপটাউনের নিউল্যান্ডসে ২২ ম্যচে ৯টি সেঞ্চুরি করেন ক্যালিস।


জয়াবর্ধনের মতো কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২২ ম্যাচে ৮টি সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর