ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬৯

লাফিয়ে বাড়ছে সংক্রমণ: তাজমহল খুলছে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১১ ৬ জুলাই ২০২০  

করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ার কারণে সোমবার থেকে তাজমহল সহ আগ্রার ঐতিহাসিক সৌধগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুই দিন আগেই জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের  আওতায় থাকা ঐতিহাসিক সৌধগুলি সাধারণের জন্য ৬ জুলাই থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। সেই নির্দেশের প্রেক্ষিতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করার আগে রোববার সন্ধ্যার বৈঠকে ঐতিহাসিক সৌধগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেল চার দিনে আগ্রার ৭১টি কন্টেনমেন্ট জোনে ৫৫টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। আগ্রার জেলাশাসক প্রভু নারায়ণ সিং জানান, গত চার দিনে আগ্রায় ৫৫ জন কোভিড পজিটিভ ধরা পড়েছেন। মোট ৭১টি লাইভ কন্টেনমেন্ট জোন রয়েছে আগ্রায়, যার মধ্যে তাজগঞ্জ এলাকায় পড়ছে তাজমহল, যেখানে কন্টেনমেন্ট ও বাফার জোন রয়েছে। একই ভাবে সিকান্দ্রা, ইতিমাদ-উদ-দৌলাহ, ফতেহপুর সিক্রি ও আগ্রা ফোর্টও বাফার জোনের মধ্যেই পড়ছে।

জেলা প্রশাসক বলেন, এই সৌধগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়ার অর্থ, বিপুল পরিমাণে পর্যটক সমাগম হবে। এতে সংক্রমণ আরো বাড়বে।

তাজমহল সহ আগ্রার প্রাচীন সৌধগুলি গেল ১৭ মার্চ থেকে সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে আগ্রার হোটেলগুলি খোলার জন্য সরকারি নির্দেশ পাওয়া গেলেও তাজমহল বন্ধ থাকায় কোনও হোটেলেই অতিথি সমাগম হচ্ছে না বলে জানিয়েছে কতৃপক্ষ।

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর