ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২২৮

লেখক, গবেষক অনু হোসেনের জীবনাবসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৪ ১ ফেব্রুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

লেখক, গবেষক ও বাংলা একাডেমির কর্মকর্তা ড. অনু হোসেন ইন্তেকাল করেছেন।

আজ শুক্রবার ভোর ৫টা ২২ মিনিটে রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কোলোন স্যান্সেরে আক্রান্ত ছিলেন।

গত বছরের অক্টোবরে কোলন ক্যান্সার ধরা পড়ে অনু হোসেনের। এরপর তাকে ভারতের মুম্বাইয়ে নেওয়া হয়। সেখান থেকে কলকাতা টাটা মেমোরিয়াল এবং সর্বশেষ ডেল্টা হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে শুরু হয় কেমোথেরাপি। তিনটি থেরাপি নেওয়ার পর গত বুধবার রাতে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে অনু হোসেনের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনু হোসেনের প্রথম জানাজা হয়েছে। মিরপুরে পারিবারিকভাবে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর