ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৫৩৩

লেবাননে ৪ বাংলাদেশী নিহত: আহত ৭৮

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ৫ আগস্ট ২০২০  

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বুধবার সেখানকার বাংলাদেশ দূতাবাস দুই জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, ৪জন বাংলাদেশির মৃত্যুর বিষয়ে  নিশ্চিত হয়েছি। তিনি বৈরুতে একটি স্প্যানিশ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে হতাহত হয়েছে কি না, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।’

লেবাননে বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান আবদুল্লাহ আল মামুন  বলেন, আমরা ৪ বাংলাদেশির মৃত্যুর খবর জেনেছি। হাসপাতাল থেকে দুজনের পরিচয় মিলেছে। তাঁদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান। অন্যজন মাদারীপুরের মিজান। দুজনই এখানে বৈধভাবে কাজ করছিলেন। এ ছাড়া বিস্ফোরণে ৭৮ জন প্রবাসী বাংলাদেশির আহত হওয়ার তথ্য জানা গেছে। 
এদিকে আইএসপিআর জানিয়েছে, বন্দরে অবস্থানকালীন  নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়। এসময় জাহাজে দায়িত্বরক ২১জন নৌ সেনা আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর