ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৭০

লেবুর জাদুকরী গুণ কত?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩০ ৬ মে ২০২২  

লেবুর রস খাবারের স্বাদ বাড়াতে বেশ পটু। অতি সাধারণ একটি ফল হলেও খুব জনপ্রিয় এটি। বাঙালিয়ানাদের খাবার সুস্বাদু করতে ফলটি পরিপূরক ভূমিকা পালন করে। সবধরণের লেবুতে রয়েছে সাইট্রাস।

 

লেবুতে রয়েছে সাইট্রিক এসিড এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়াও রয়েছে টের্পেনস,পলিফেনলস এবং ট্যানিনসহ অসংখ্য ফাইটোকেমিক্যাল। এর অ্যান্টিঅক্সিডেন্ট এলিমেন্ট যা ওষুধি গুনাগুণ বহন করে। এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, এন্টি-ভাইরাল গুনাগুন যা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পেতে ভূমিকা পালন করে।

 

লেবুতে যেসব উপকারিতা রয়েছে-

১. উচ্চ রক্তচাপ কমায়।

২. মানসিক চাপ কমায়।

৩. ওজন কমাতে সাহায্য করে।

৪. কোলেস্টেরল এর মাত্রা কমায়।

 

৫. রক্তশুন্যতা প্রতিরোধ করতে সহায়তা করে।

৬. হজম সমস্যায় কার্যকরী।

৭. ক্যান্সার দূর করে।

 

৮. পাকস্থলীকে সুস্থ রাখে।

৯. মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।

১০. ব্রন দূর করতে।

 

বাতাবি লেবুর উপকারিতা:

বাতাবি লেবুতে রয়েছে ফাইবার বা আশ, ফ্যাট, কার্বোহাইড্রেট, ক্যালরি, প্রোটিন এবং চিনি।

১. হৃদরোগের জন্য উপকারী।

২. ত্বকের সতেজতা ধরে রাখে।

৩. ওজন কমাতে সাহায্য করে।

৪. রক্ত পরিষ্কারক।