ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
১৭

শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৫ ৭ জানুয়ারি ২০২৫  

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন মানুষ মারা গেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাতে তিব্বতের শিগাৎসে এবং এর আশেপাশে এলাকায় ৫৩ জন নিহত হয়েছেন। অনেককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

কাঠমান্ডুর জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ৭ মাত্রার কম্পন অনুভূত হয়।

 

ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে ৬ দিশমিক ৯ মাত্রায়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এ কম্পনের পর প্রায় ৪০টি আফটার শক হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত)। অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।