ঢাকা, ৩১ মার্চ সোমবার, ২০২৫ || ১৭ চৈত্র ১৪৩১
good-food
১৯

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার-থাইল্যান্ড, ১৫০ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:১৪ ২৯ মার্চ ২০২৫  

মিয়ানমার এবং প্রতিবেশী দেশ থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বহু ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অবকাঠামো। এখন পর্যন্ত দুই দেশে ১৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

 

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এমআর টিভি জানিয়েছে, দেশটিতে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৩২ জন। একই সময়ে ভূমিকম্প থাইল্যান্ডেও আঘাত হানে। দেশটিতে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,  মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে।

 

ভূমিকম্পের পর, মায়ানমারের রাজধানী ন্যায়পিডো থেকে ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সরকারি কর্মচারীদের থাকার জন্য ব্যবহৃত একাধিক ভবন ধসে পড়তে দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

 

মায়ানমারের সামরিক সরকারের প্রধান বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আলজাজিরার সাংবাদিক টনি চেং মিয়ানমারের ডিফেন্স সার্ভিসেস মিউজিয়ামের বাইরে ছিলেন, যখন ভূমিকম্পটি আঘাত হানে। তিনি জানান, এই অঞ্চলে আগেও ভূমিকম্প অনুভুত হয়েছে কিন্তু এরকম শক্তিশালী কখনও দেখা যায়নি।

 

তিনি আরও জানান, চেং এবং অন্যরা একটি দরজার নিচে আশ্রয় নিয়েছিলেন তখন। এসময় বড় ছাদ এবং সাইড প্যানেলগুলো ধসে পড়ছিল। কম্পনগুলো আস্তে আস্তে শুরু হয়েছিল কিন্তু দ্রুত তীব্র হয়ে ওঠে। ফলে কংক্রিট প্যানেলগুলো ভবন থেকে ভেঙে পড়ে।

 

এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক বাজারের কাছে নির্মাণাধীন একটি ৩৩ তলা ভবন ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপে মেশানো একটি ধোঁয়ার মেঘ তৈরি হয়। একটি ভিডিওতে দর্শকদের চিৎকার করতে এবং দৌড়াতে দেখা যায়।

 

এই ভবন ধসে পড়ায় অন্তত আটজন নিহত হয়েছে। ব্যাংককের উপ-গভর্নর তাভিদা কামোলভেজ সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানান। প্রতিরক্ষা মন্ত্রী ফুমথম ওয়েচায়াচাই বলেন, আরও অন্তত ৯০ জন নিখোঁজ রয়েছেন।