ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৩

শচীন টেন্ডুলকারের নিরাপত্তারক্ষীর আত্মহত্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৬ ১৫ মে ২০২৪  

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের জামনের শহরে নিজ বাড়িতে গুলি করে তিনি আত্মহত্যা করেন বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে।

 

মহারাষ্ট্রের রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সের (এসআরপিএফ) ওই সদস্যের নাম প্রকাশ কাপড়ে। ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট নিরাপত্তারক্ষী দলের সদস্য ছিলেন তিনি।

 

প্রতিবেদন বলছে, ছুটিতে তিনি নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে হঠাতই নিজের সার্ভিস রিভলবার গলায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। তার বাবা-মা, স্ত্রী, দুই নাবালক সন্তান, ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন।

 

জামনের থানার পুলিশ ইনস্পেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে প্রকাশ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

 

সংবাদ সংস্থাকে শিন্ডে বলেছেন, “প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি ব্যক্তিগত কারণেই উনি এই কাজ করেছেন। আপাতত তদন্ত চলবে। সম্পূর্ণ তথ্য হাতে আসার পরই আমরা বাকিটা বলতে পারব।”

 

প্রকাশের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ধারায় মামলা করেছে পুলিশ। আপাতত পুলিশ প্রকাশের পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর