ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৯

শনিবার থেকে ৭ বিভাগীয় শহরে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫২ ৫ ডিসেম্বর ২০২১  

 ঢাকা-চট্টগ্রামের মতো দেশের অন্য মেট্রোপলিটন ও জেলা শহরে ‘সিটি সার্ভিস’ থাকলে হাফ ভাড়া নেওয়া হবে। আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে হাফ ভাড়া কার্যকর করা হবে।

রবিবার  চট্টগ্রাম প্রেস ক্লাবে পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি বলেন, হাফ ভাড়া শুধু সিটি সার্ভিসে কার্যকর হবে। কোনো অবস্থায় আন্তঃজেলা বা দূরপাল্লায় বাসে কার্যকর হবে না। গ্রামের ছাত্রদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে সারা দেশের সিটির মধ্যে হাফ ভাড়া কার্যকর হবে, এর বাইরে নয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র/ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর