ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬৬

শরীয়তপুরে ৩৬০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ২৫ মার্চ ২০২০  

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী বুধবার সকাল ১০টা পর্যন্ত ৩৬০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, জেলায় ইতালিসহ বিভিন্ন দেশ থেকে ফেরা ৩৬০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন। 
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন হোম কোয়ারেন্টিনের আওতায় এসেছেন এবং ৪৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করায় ৪৮ জনকে অবমুক্ত করা হয়েছে। উপজেলা ভিত্তিক সদর উপজেলায় ৮২ জন, ডামুড্যায় ৪১ জন, গোসাইরহাটে ২২ জন, ভেদরগঞ্জে ৪৬ জন, নড়িয়ায় ১৩০ জন এবং জাজিরায় ৩৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। 
ডা. আব্দুর রশিদ বলেন,  জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনে ছিলেন ৫৮৯ জন ও অবমুক্ত হয়েছেন ২২৯ জন। তবে আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে কেউ নেই। এখন পর্যন্ত এখানে করোনা ভাইরাস আক্রান্ত বা সন্দেহজন কেউ শনাক্ত হয়নি। তবে ইতিমধ্যেই জেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১০০টি কোয়ারেন্টিন শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে গতকাল থেকে জরুরি প্রয়োজনীয় সেবা প্রতিষ্ঠান/দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যতীত সব কিছু বন্ধ করে দিয়েছে প্রশাসন। নিয়ন্ত্রিত রয়েছে যানবাহনও। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠে প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর