ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫ || ৮ ফাল্গুন ১৪৩১
good-food
২৩

শান্তর লক্ষ্য পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ১৪ ফেব্রুয়ারি ২০২৫  

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি। গত বুধবার গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি। তার চাওয়া যদি পূরণ হয়, তাহলে টাইগারদের পকেটে ঢুকবে প্রায় ৩০ কোটি টাকার বিশাল অঙ্কের প্রাইজমানি।

 

এবার হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এতে অংশ নিচ্ছে মোট আট দল। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৯ মার্চ পর্যন্ত। এরই মধ্যে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সবশেষ ২০১৭ সালের আসরের তুলনায় এবার প্রাইজমানি ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে।

 

বৈশ্বিক এ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। রানার্সআপদের মিলবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দলের পকেটে যাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। আর তলানিতে থাকা দুই দলের জুটবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

 

শুধু অংশগ্রহণের সুবাদে প্রতিটি দল আলাদাভাবে পাবে ১ লাখ ২৫ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দলের মিলবে ৩৪ হাজার ডলার। সবমিলিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির পরিমাণ ৬ লাখ ৯০ হাজার ডলার। এখন বাংলাদেশ প্রসঙ্গে আসা যাক।

 

সেমিফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বে অন্তত দুটি ম্যাচ জিততে হবে টাইগারদের। অবশ্য একটি ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে অনেক যদি-কিন্তুর সমীকরণের ভেতর দিয়ে যেতে হবে তাদের। পরে সেমিতে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উতরাতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। সর্বোপরি, শান্তর লক্ষ্য পূরণ হলে প্রাইজমানি হিসেবে ২৪ লাখ ৩৩ হাজার ডলার পাবে বাংলাদেশ। দেশি মুদ্রায় যা প্রায় ২৯ কোটি ৩৯ লাখ টাকা।

 

এবার বাংলাদেশ অংশ নেবে 'এ' গ্রুপে। যেখানে প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে শেষ চারে।

 

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে নয়ে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে হলে ফিল সিমন্সের শিষ্যদের করে দেখাতে হবে অলৌকিক কিছু। কারণ, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ততটা নজরকাড়া নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে সেকেন্ড ফাইনাল খেলেছিল তারা। তবে সেখানে বড় ভূমিকা ছিল বৃষ্টির। এছাড়া তেমন কোনো বিশাল সাফল্য নেই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর