ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১২

শান্তিতে নোবেলজয়ী প্রতিষ্ঠানের সঙ্গে হাত মেলালেন সোনম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১২ ১৩ ডিসেম্বর ২০২০  

চলতি বছর শান্তিতে নোবেল জয়ী জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে হাত মেলালেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিশ্বব্যাপী খাদ্য কর্মসূচি নিয়ে জনগণকে সচেতন করতে প্রতিষ্ঠানটির সঙ্গে একযোগে কাজ করবেন তিনি।

 

জাঁদরেল বলি অভিনেতা অনিল কন্যা সোনম বলেন, ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ডব্লিউএফপি। এজন্য তাদের অভিনন্দন জানাই। পেটে ক্ষুধা না থাকলে মনে শান্তি বিরাজ করে। বিষয় দুটি হাত ধরাধরি করে চলে। এটা একটা শক্তিশালী বার্তা। বিশ্বজুড়ে লোকজনের ক্ষুধা নির্মূলে আমাদের মিশনে আমার ও ডব্লিইএফপির সঙ্গে যোগ দিন। 

 

টুইটবার্তায় তিনি বলেন, এ সময়ে ক্ষুধা নিঃশ্বেষ করা বড় চ্যালেঞ্জ। তবে আমরা একসঙ্গে ৬৯০ মিলিয়ন লোকের ওপর প্রভাব ফেলতে চাই, যারা ক্ষুধা নিয়ে বিছানায় যায়। ক্ষুধা ও দ্বন্দ্বের মধ্যে সম্পর্ক নিয়ে আরও তথ্য দিতে একটি পেজ সংযুক্ত করেছি। বৈশ্বিক ক্ষুধা নিবারণে ডব্লিউএফপির কাজ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের জানান। আপনাদের কথা শোনার অপেক্ষায় রইলাম।

 

গোটা বিশ্বে নানা সহিংসতা, সংঘাত ও দ্বন্দ্বের কারণে প্রায় ৭০০ মিলিয়ন মানুষ ক্ষুধার জ্বালায় পুড়ছে। ইতোমধ্যে বৈশ্বিক জরুরি অবস্থায় জনগণকে সচেতন করতে ডব্লিইএফপিকে সহায়তা করতে এগিয়ে এসেছেন ‘খুবসুরত’ অভিনেত্রী। 

 

এর আগেও বিশ্ব খাদ্য কর্মসূচির সঙে্গে সম্পৃক্ত ছিলেন সোনম। সেই মেয়াদে তার সহযোগিতায় প্রতিবছর ৮০টির বেশি দেশের ১০০ মিলিয়ন লোককে ১৫ বিলিয়ন খাবার সরবরাহ করে তারা। 

 

সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ডব্লিউএফপি। খাদ্য নিরাপত্তায় অসামান্য কর্ম সাধন এবং শান্তি ও স্থিতিশীলতায় প্রভাব রাখায় এ সম্মানজনক পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর