ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৬৯

শাহ আলমগীরকে শেষ বিদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৪ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরকে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন সহকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা।
 
এসময় উপস্তিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য ও সাংবাদিক নেতা মুহাম্মদ শফিকুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি মোল্লা জালাল, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইসতিয়াক রেজা, আবু জাফর সূর্য প্রমুখ।

এর আগে সদ্য প্রয়াত শাহ আলমগীরকে শেষ শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী, তার সহকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, প্রেসক্লাবে জানাজা শেষে শাহ আলমগীরের মরদেহ উত্তরা-১২ নম্বর সেক্টরে আরেক দফা জানাজা শেষে সেখানকার গণকবরস্থানে তাকে দাফন করা হয়।

 সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলমগীর।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর